নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার অর্থাৎ আজ সকাল থেকে শুরু হয়েছে কলকাতা পুরভোটের গণনা। ভোটের দিন শাসক-বিরোধী তরজায় উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি। জায়গায় জায়গায় বিজেপিকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সরব হয়েছে গেরুয়া শিবির। তবে গণনার দিন বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও কলকাতায় বিজেপির সদর দফতরে দেখা গেল না বিজেপি নেতাদের। বিজেপি প্রথম থেকেই বলে আসছে যে কলকাতায় ছাপ্পার জয় হবে, তাই কলকাতার পুরভোট নিয়ে আশাবাদী নয় তাঁরা। সম্ভবত সেই কারণেই গেরুয়া শিবিরের দফতর এখনও পর্যন্ত ফাঁকা।