New Update
/anm-bengali/media/post_banners/SX6Mlr2jUWUhL3rZ5Ufu.jpg)
​নিজস্ব সংবাদদাতাঃ তরুণ কুস্তিগির সাগর ধনকড় হত্যাকান্ডে অভিযুক্ত সুশীল কুমারের সঙ্গে দিল্লি পুলিশের একটি দল ডিউটি চলাকালীন একসঙ্গে সেলফি তুলেছেন। শুধু সেলফি নয়, এক পুলিশ কর্মী নিজের মোবাইলে বন্দি করলেন সুশীলসহ অন্যান্য পুলিশদের ছবি। আর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সেই সব ছবি। যা নিয়ে তদন্তের নির্দেশও জারি করা হয়েছে।
আসলে ঠিক কী ভাবে হল এই ফটো সেশন? শুক্রবার সকালে দিল্লির মান্ডোলি জেল থেকে সুশীলকে তিহার জেলে নিয়ে যাওয়া হয়। সেই সময় দিল্লির সশস্ত্র পুলিশের বিশেষ সেল ও তৃতীয় ব্যাটেলিয়নের পুলিশ অলিম্পিকে পদকজয়ী সুশীলের সঙ্গে ছবি তোলেন। ছবিতে দেখা গেছে কারো মুখেই মাস্ক নেই। পাশাপাশি বেশ হাসি মুখে ছবির জন্য পোজও দিয়েছেন খুনের দায়ে অভিযুক্ত সুশীল। যা দেখে নেট নাগরিকরা তাজ্জব বনে গিয়েছেন।
আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=5566​
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us