নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূলের প্রার্থী তালিকায় এবারে বড় চমক তিনি! তৃণমূলের হয়ে প্রথমবার ভোটে লড়াই করেছিলেন বসুন্ধরা গোস্বামী। মহিলাদের জন্য সংরক্ষিত ৯৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন বামনেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রীর মেয়ে। তৃণমূলের প্রার্থী তালিকায় এটাই ছিল সবচেয়ে বড় চমক। কলকাতা পুরসভার ৯৬ নম্বর ওয়ার্ডে বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামী। প্রয়াত বাম নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামীকে ঘিরে মানুষের উৎসাহ ছিল তুঙ্গে।