নিজস্ব সংবাদদাতাঃ বেলা বাড়তেই একের পর এক আসনে জয় ছিনিয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের যে হেভিওয়েট প্রার্থীর ভাগ্যফল এদিন প্রথম ঘোষিত হয়েছে, তিনি হলেন দেবাশিস কুমার। ৮৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। এদিন সকাল থেকেই জয় নিয়ে আশাবাদী ছিলেন দেবাশিস কুমার। তিনি সকালেই জানিয়েছিলেন, “স্বাভাবিকভাবেই এটা বলতে পারি তৃণমূলের জয় যেটা অবধারিত ছিল সেটাই হতে চলেছে। আমার ওয়ার্ডে সিপিএম দ্বিতীয় স্থানে উঠে এসেছে। বিজেপি তৃতীয় স্থানে।” তিনি আরও জানান, 'বামেরা তাঁদের ভোট পুনরুদ্ধারে অনেকটাই সফল'।