চিকিৎসার নয়া দিগন্ত!

author-image
Harmeet
New Update
চিকিৎসার নয়া দিগন্ত!

নিজস্ব সংবাদদাতাঃ এস‌এসকেএম হাসপাতালে যাত্রা শুরু হল সংক্রামক রোগ বিভাগের। সোমবার থেকে এস‌এসকেএমের অ্যানেক্স হাসপাতালে চালু হল সংক্রামক রোগের বহির্বিভাগের। দ্বিতীয় ঢেউয়ের পরে চোখ রাঙাচ্ছে ওমিক্রন। উদ্বেগের নতুন স্ট্রেনের হাত ধরে জানুয়ারি শেষে সারা দেশের পাশাপাশি এ রাজ্যেও আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকরা। তার আগে উৎকর্ষ কেন্দ্র এস‌এসকেএমের তত্ত্বাবধানে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের নতুন বিভাগ সংক্রামক রোগের চিকিৎসা এবং গবেষণার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী এস‌এসকেএম কর্তৃপক্ষ। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, নতুন বিভাগে থাকবে ১০টি সিসিইউ বেড। সাধারণ শয্যা থাকছে ৫০টি‌। নতুন বিভাগের জন্য ৫০টি নতুন পদে অনুমোদন দিয়েছে অর্থ দফতর। সেই দলে থাকছেন দু’জন প্রফেসর, দু’জন অ্যাসোসিয়েট প্রফেসর, দু’জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, চারজন সিনিয়র রেসিডেন্ট, দশ জন হাউস স্টাফ, ২৭ জন স্টাফ নার্স এবং ২ জন মেডিকেল টেকনোলজিস্ট। স্বাস্থ্য দফতরের খবর, মন্ত্রিসভার অনুমোদন আদায়ে নতুন বিভাগ সংক্রান্ত প্রস্তাব নবান্নে পাঠিয়েছে স্বাস্থ্য ভবন।