এমএমসি'র মডার্ন স্কুলে চুরি

author-image
Harmeet
New Update
এমএমসি'র মডার্ন স্কুলে চুরি


হরি ঘোষ,দুর্গাপুরঃ রবিবার গভীর রাতে দুর্গাপুরের এমএমসি'র মডার্ন স্কুলে আলমারির লকার ভেঙ্গে চুরি প্রায় দু লক্ষ টাকা। নিউ টাউনশিপ থানার অন্তর্গত দুর্গাপুরের এমএমসি'র টাউনশিপ-এর মডেল স্কুলে রবিবার রাত্রে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্কুলের আলমারির লকার ভেঙ্গে চুরি হয় প্রায় দুই লক্ষ টাকা। খবর পেয়ে নিউটাউন থানার পুলিশ স্কুলের একজন নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। সোমবার রাতে স্কুলের প্রধান শিক্ষক জানতে পারে তার স্কুলে চুরি হয়েছে। তারপর স্কুলে এসে দেখে আলমারির লকার খোলা এবং সেখান থেকে ক্যাশ টাকা উধাও। এই চুরির ঘটনার সাথে কারা জড়িত রয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে।