নিজস্ব সংবাদদাতাঃ ভারত বাংলাদেশ মৈত্রী সম্মেলন 2021 অনুষ্ঠিত হল দীঘার ডিএসডিএ বিল্ডিংয়ের কনফারেন্স হলে। ভারত ও বাংলাদেশের প্রায় দুই শতাধিক প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত ছিলেন। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে এই সম্মেলন। দুই দেশের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যরা যারা নানান সমাজসেবা মূলক কাজের সঙ্গে যুক্ত থেকে অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাঁদের পুরস্কৃত করা হয়।