পত্রযুদ্ধে প্রাক্তন এসএইচআরসি চেয়ারপার্সন গিরিশ গুপ্তা

author-image
Harmeet
New Update
পত্রযুদ্ধে প্রাক্তন এসএইচআরসি চেয়ারপার্সন গিরিশ গুপ্তা





নিজস্ব সংবাদদাতাঃ রাজ্য মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি গিরিশ গুপ্তা ও আরও একজন সদস্য নপরাজিৎ মুখার্জি সহ কয়েকজন কর্মকর্তার মধ্যে ক্ষোভের লড়াই শুরু হয়েছে। সূত্র থেকে এএনএম নিউজ জানতে পারে যে প্রাক্তন চেয়ারপার্সন মানবাধিকার বিষয়ক একটি ভিডিও ফিল্মের চুক্তিতে সরকারি নিয়ম লঙ্ঘন করেছেন। এসএইচআরসি-র এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, "কোম্পানিটি শ্যুটের জন্য ৩.৫ লাখ টাকা চার্জ করেছে।" রাজ্য মানবাধিকার কমিশন সূত্রে জানা গিয়েছে, নপরাজিৎ মুখার্জি সম্পর্কে গিরিশ গুপ্তা বলেছিলেন, " সদস্য পক্ষপাত দুষ্ট ও তাঁর কোনও জ্ঞান নেই আইন সম্পর্কে।" যেটির তীব্র প্রতিবাদ জানান নপরাজিৎ মুখার্জি। কর্মকর্তারা দাবি করছেন, চেয়ারপার্সন বেশ কয়েকটি ফাইল নিজের বাড়িতে নিয়ে গিয়ে অনেকদিন পর্যন্ত নিজের কাছে রেখেছিলেন এবং সেগুলির ছাড়পত্রের জন্য নপরাজিৎ মুখার্জি-র কাছে এখন তিনি পাঠিয়েছেন। সূত্র জানায় নপরাজিৎ মুখার্জি সেই ফাইলগুলির ছাড়পত্র দিতে বর্তমানে অস্বীকার করছেন। সূত্র জানায়, গিরিশ গুপ্ত রাজ্যপাল জগদীপ ধনকড়-কে একটি চিঠি লেখেন এই সমস্যা নিয়ে। সূত্র এও জানায় যে নপরাজিৎ মুখার্জিও একটি বিস্তৃত চিঠি পাঠান রাজ্য সরকারের কাছে।