নিজস্ব সংবাদদাতাঃ উত্তর থেকে দক্ষিণ, কলকাতার পুরভোটের দিন সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে শহর জুড়ে। কোথাও বুথ দখলের অভিযোগ উঠেছে, কোথাও সিসিটিভিতে সেলোটেপ লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে, আবার কোথাও পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগও উঠেছে। তবে সে সব অভিযোগে আমল দিতে রাজি নয় শাসক দল। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন, কলকাতায় উৎসবের মেজাজে ভোট হয়েছে। যেভাবে শান্তিপূর্ণ ভোট হয়েছে, তাতে পুলিশের ভূমিকা ‘অভূতপূর্ব’ বলেও আখ্যা দিয়েছেন পার্থ।