'গণতন্ত্রের লজ্জা এই তৃণমূল ও রাজ্য নির্বাচন কমিশন'

author-image
Harmeet
New Update
'গণতন্ত্রের লজ্জা এই তৃণমূল ও রাজ্য নির্বাচন কমিশন'





নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা পৌরসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়া সহ বুথ জাম করার অভিযোগ উঠেছে। তারই প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের কাঁথি খরগোপুর বাইপাসে বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ করা হয়। কর্মসূচিতে উপস্থিত থাকে জেলা বিজেপি সদস্য ধীরেন্দ্রনাথ পাত্র, মানিক দাস, মুনমুন দাস, বিদেশ মাইতি, সহ মহিলা মোর্চা সভানেত্রী শ্যামলা দাস সহ বিজেপির কার্যকর্তারা।

পাশাপাশি এদিনের কলকাতা পুরভোটের নির্বাচনে দেদার ভাবে ছাপ্পা ভোট করা হয়েছে, তার বিরুদ্ধে মুখ খুললেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'গণতন্ত্রের লজ্জা এই রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা পুরসভার ভোটের নামে প্রহসন চলছে। ভারতীয় জনতা পার্টির বিধায়কদের হেনস্থা করা হচ্ছে। ভোট প্রহসনের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি সব জায়গায়, পথে নেমে প্রতিবাদ চালিয়ে যাবে।'