২৩ নম্বর ওয়ার্ডে স্থগিত ভোট গ্রহণ

author-image
Harmeet
New Update
২৩ নম্বর ওয়ার্ডে স্থগিত ভোট গ্রহণ



নিজস্ব সংবাদদাতা : বড় বাজারে ২৩ নম্বর ওয়ার্ডের মারোয়াড়ি বালিকা বিদ্যালয়ে ভোট গ্রহণকে কেন্দ্র করে উত্তেজনা। চড়ছে পারদ।  পুলিশকে ঠেলে বহিরাগতদের বুথে ঢোকার অভিযোগ। শুধু তাই নয় ভাঙা হয়েছে ইভিএম। তৃণমূলের অভিযোগ, বিজেপি প্রার্থী বিজয় ওঝার মদতে চলছিল অবাধ ছাপ্পা ভোট। যদিও বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূল প্রার্থীর অনুগামীরা বুথের ভিতরে ঢুকে গণ্ডগোল পাকাচ্ছে। অশান্তির জেরে আপাতত বন্ধ রাখা হয়েছে ভোট দান প্রক্রিয়া।