New Update
/anm-bengali/media/post_banners/eeall3mTrIkkfVpPQmhz.jpg)
নিজস্ব সংবাদদাতা : ১২১ নম্বর ওয়ার্ডে সিরিটি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভোট গ্রহণ। সেখানে বাম প্রার্থী আশিস মণ্ডলকে হেনস্থা করার অভিযোগ উঠল। শুধু তাই নয় ছাপ্পা ভোটের অভিযোগও উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আশিস মণ্ডলের অভিযোগ, “পুলিশ নীরব দর্শ হয়েছিলেন। একজন সাদা কাগজ ও আধার কার্ড নিয় ভোট দিতে এসেছিলেন। বার বার সেদিকে দেখতে বলা হলেও সেই কথায় কর্ণপাত করেনি কেউ।” যদিও তৃণমূলের দাবি, শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us