নিজস্ব সংবাদদাতাঃ দুর্ভিক্ষ আর খাদ্য সঙ্কটে ধুঁকতে থাকা আফগানিস্তানের মানুষের পাশে দাঁড়াতে এ বার উদ্যোগী পাকিস্তান। আফগানিস্তানকে আর্থিক দিক দিয়ে সাহায্য করতে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করতে চলেছে ইমরান খানের সরকার। তবে এখনও পর্যন্ত ওই বৈঠকের দিন ক্ষণ নির্ধারিত হয়নি।