New Update
/anm-bengali/media/post_banners/pyx8maCtteUUynm1Q8q0.jpg)
নিজস্ব সংবাদদাতা,মেদিনীপুরঃরাতের তীব্র ঠান্ডায় নিজ বিধানসভা এলাকায়, দুঃস্থ ও ভবঘুরে মানুষদের গায়ে নিজের হাতে কম্বল পরিয়ে দেন ডেবরা বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডঃ হুমায়ুন কবীর। শনিবার রাত ১০ টায় নিজের কার্যালয় থেকে সোজা বেরিয়ে পড়েন ডেবরা টোল প্লাজা। ১৬ নং জাতীয় সড়কের ধারে তাঁবুতে জুবুথুবু ঠান্ডায় কয়েকজন। সেই কয়েকজনের গায়ে কম্বল পরিয়ে দেন মন্ত্রী। তারপর চলে যান বালিচক স্টেশন। সেখানেও বেশ কয়েকজন মানুষ যারা ফুটপাতে থাকেন তাদেরকে কম্বল দেন মন্ত্রী। উনি বলেন, কম্বল বিতরন সমস্ত জায়গায় হয়। কিন্তু প্রকৃত যাদের এই ঠান্ডায় কম্বল প্রয়োজন তারা পায়না। তাই আমি নিজে রাতে বেরিয়েছি। যারা প্রকৃত এই ঠান্ডায় কষ্ট পাচ্ছে তাদের কম্বল নিজে হাতে গায়ে পরিয়ে দিচ্ছি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us