/anm-bengali/media/post_banners/R1QaTPhDpioSiTdgAguD.jpg)
রাহুল পাসয়ান,আসানসোলঃ চিত্তরঞ্জন থেকে আসানসোল গামী প্রধান রাস্তার আল্লাডি মোড় সংলগ্ন ফেমাস নার্সারির কাছে একটি চলন্ত ট্রাকে আগুন লাগে । শনিবার ঠিক চারটে নাগাদ ঘটনাটি ঘটে চিত্তরঞ্জন থেকে আসানসোল গামী রাস্তার এর প্রধান সড়কে। স্থানীয় সূত্রে জানা যায় যে দেন্দুয়া মোড় দিকথেকে রূপনারায়নপুর দিকে যাওয়ার সময় একটি চলন্ত ট্রাকে আগুন লেগে যায়। যার ফলে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় দমকল বিভাগ কে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। সেই সঙ্গে ঘটনাস্থলে আসে রূপনারায়নপুর থানার পুলিশ। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। তবে ট্রাকটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে বলে জানা যায়। পুলিশ জখম ট্রাকচালককে উদ্ধার করে পিঠাকেয়ারী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। কিভাবে ওই চলন্ত ট্রাকে আগুন লাগার ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য দমকল বিভাগ ও সালানপুর থানার পুলিশ তদন্তের কাজ শুরু করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us