মধু কে ব্যাবহার করুন ঠোঁট এর শুষ্ক হওয়া থেকে বাঁচাতে !

author-image
Harmeet
New Update
মধু কে ব্যাবহার করুন ঠোঁট এর শুষ্ক হওয়া থেকে বাঁচাতে !

নিজস্ব সংবাদদাতাঃ অনেকেই শুষ্ক বা ঠোঁটের চামড়া উঠে যাওয়ার সমস্যায় ভুগছেন। এর ফলে সারাক্ষণ ঠোঁটে একটা জ্বালা ভাব ও তৈরি হচ্ছে। যদি মাস্কের ভিতরে থেকে থেকে এই শুষ্ক হয়ে যাওয়া বা ঠোঁটের চামড়া শুকিয়ে যাওয়ার সমস্যার সৃষ্টি হয় তাহলে এই ঘরোয়া উপায় আরাম পাবেন। ঠোঁটের শুষ্ক ভাব এবং চামড়া ওঠা অনেকটাই কমিয়ে দিতে পারে মধু। ঠোঁট ভীষণ সংবেদনশীল তাই ঠোঁটে মধু লাগিয়ে হাল্কা মালিশ করলে আরাম পাবেন। মধুর অ্যান্টি ব্যাক্টেরিয়াল কার্যকারিতাও রয়েছে। ঠোঁটে মধু কয়েক মিনিট মালিশ করে ধুয়ে নিলে দেখবেন ঠোঁটের শুষ্ক ভাব অনেকটাই কমে গিয়েছে।