New Update
/anm-bengali/media/post_banners/YrHKNLSQ6D7mLhdEs21N.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা পুরভোটে শেষবেলার প্রচারে বড় চমক দিলেন তৃণমূলের মদন মিত্র । প্রকাশ করলেন পুরভোটের থিম সং ‘খেলার গান’। নতুন এই মিউজিক ভিডিওয় নচিকেতা চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছেন মদন মিত্র। এদিন বেলা পাঁচটায় পুরভোটের প্রচারের পালা শেষ হয়েছে। তার আগেই নতুন থিম সং প্রকাশ মদন-নচিকেতার যুগলবন্দিতে। কিছুদিন আগে নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন কামারহাটির বিধায়ক। সেখানেই শুক্রবার ‘খেলার গান’ প্রকাশ করেন। আর প্রকাশ অনুষ্ঠান সারেন পুরভবনের সামনে। সেখানেও ছিল চমক। পালকিতে চড়ে পুরভবনের সামনে আসেন বঙ্গ রাজনীতির ‘কালারফুল বয়’। ফুটবল হাতে নিয়ে প্রকাশ করেন পুরভোটের থিম সং।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us