New Update
/anm-bengali/media/post_banners/eG2mAwOLuASOHrLLQQOm.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অপমানের সহিত সদ্য স্থান ত্যাগ করতে হয়েছে বিরাটকে। তার উপর দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল আকাশ পথে উড়ানও দিয়েছে। এই মুহূর্তে বিরাটের সম্বন্ধে তার কোচ রাজকুমার বলেন, "বিরাট কোনও কিছুর জন্যই লোভী নয়। আমি জানি এখন ও দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়েই ভাববে। বিষয়গুলো মাথায় থাকবে, কিন্তু যখন একবার ও মাঠে নামে, তখন অন্য কিছু বড় নয় ওর কাছে। ওর নিজের ওপর বিশ্বাস আছে। নিজের ১০০ শতাংশ দিতে তৈরি থাকে ও সব সময়।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us