ভোটের মুখে সপা নেতার বাড়িতে আয়কর হানা

author-image
Harmeet
New Update
ভোটের মুখে সপা নেতার বাড়িতে আয়কর হানা

নিজস্ব সংবাদদাতাঃ শিয়রে বিধানসভা ভোট। আগামী ২০২২ সালে উত্তরপ্রদেশে ভোট। তার আগেই সপা নেতার বাড়িতে আয়কর হানা। জানা গিয়েছে, শনিবার সমাজবাদী পার্টির জাতীয় সম্পাদক ও মুখপাত্র রাজীব রাইয়ের বাড়িতে হানা দেয় আয়কর দফতরের অফিসাররা। এছাড়া তল্লাশি চালানো হয় আরসিএল গ্রুপের কর্ণধারের বাড়িতে। এদিকে এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন সপা নেতা অখিলেশ যাদব। তিনি বলেন, 'ভোট এলেই আয়কর দফতরের তৎপরতা দেখা যায়।'