এই ভুল একেবারেই নয়!

author-image
Harmeet
New Update
এই ভুল একেবারেই নয়!


নিজস্ব সংবাদদাতাঃ কন্ডোম নিতে ভুলবেন না। ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা! না, শুধু অবাঞ্ছিত প্রেগনেন্সি ঠেকাতে নয়, নানাধরনের সেক্সুয়াল ডিজিজ প্রতিরোধ করার জন্যও কন্ডোম ব্যবহার করা উচিত। অনেকেই বলেন যে কন্ডোম নিয়ে ঠিক সেক্স (sex) এনজয় করা যায়না, কিন্তু তাঁরা কি আপনাকে এটা বলেন যে প্রোটেকশন ছাড়া সেক্স (sex) করলে কতরকমের সমস্যা হতে পারে?