নিজস্ব সংবাদদাতাঃ আপনি হয়ত ম্যাগাজিনে নানা ধরনের সেক্স পজিশন সম্বন্ধে পড়েছেন কিম্বা বন্ধুদের থেকে শুনেছেন যে কতরকমভাবে সেক্স করা যায়, তবে বিশেষজ্ঞদের পরামর্শ, প্রথমবার সেক্স করার সময় এতকিছু পরীক্ষা-নিরীক্ষা করতে যাবেন না। সবচেয়ে সেফ এবং ‘ট্রায়েড অ্যান্ড টেস্টেড’ সেক্স পজিশন ‘মিশনারি’ দিয়েই আরম্ভ করুন।