স্তন্যপান করানো যন্ত্রণাদায়ক ?

author-image
Harmeet
New Update
স্তন্যপান করানো যন্ত্রণাদায়ক ?

নিজস্ব সংবাদদাতাঃ সদ্য মাতৃত্বের স্বাদ পেয়েছেন? এক রত্তির যত্ন-আত্তিতে কালঘাম ছুটলেও চুটিয়ে উপভোগ করছেন তার সানিধ্য। কষ্ট হোক ক্ষতি নেই কিন্তু যত্নে যেন কোনও খামতি না থাকে।সঠিক ভাবে স্তন্যপান করালে খুব বেশি ব্যাথা হওয়ার কথা নয়। তবে তীক্ষ্ণ ব্যাথা বা যন্ত্রণা হলে বুঝে নিতে হবে স্তন্যপানের সময় ভুল দেহভঙ্গির কারণেই এই সমস্যা হয়েছে। তাই স্তন্যপানের সময় শিশু কাছে নিয়ে সঠিক ভাবে ধরুন তাহলে সমস্যা হবে না। তবে ব্যাথা বাড়লে অবিলম্বে চিকিত্সকের সঙ্গে কথা বলুন, পরামর্শ নিন।