New Update
/anm-bengali/media/post_banners/SVu4rf16Rm9u5hHCHGgF.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। এদিকে শেষ বেলার প্রচারে ময়দানে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটে তিনি বলেন, 'সারা দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আছে। আন্দোলন-উন্নয়নেও আছে তৃণমূল। তৃনমূল খেলাতেও আছে, মেলাতেও আছে। বিজেপি শুধু মিথ্যে কথা বলে। বিজেপি একটা দুনম্বরি দল। বাংলার দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। অথচ বিজেপি বলেছিল বাংলায় নাকি দুর্গাপুজো করতেই দেওয়া হয় না। বিজেপি বলেছিল বিধানসভায় ২০০-র বেশি আসন পাবে, কিন্তু ৭০ এ এসেই থমকে গেছে। গোয়ায় তৃণমূল হয় সরকার গড়বে নইলে বিরোধী দল হবে। গোটা ভারতের মধ্যে সব থেকে নিরাপদ শহর কলকাতা।'ত্রিপুরায় পুরভোটের আগে বারবার আক্রান্ত হয়েছে তৃণমূল।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us