New Update
/anm-bengali/media/post_banners/9H4EsPJkx1fAgRXAvUAr.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ Jio, Airtel ও Vi-এর দাম বৃদ্ধির কারণে অনেকেই BSNL-র পোর্ট করার কথা ভাবছেন। কিন্তু এই পরিস্থিতিতেই একটি দীর্ঘমেয়াদি প্ল্যান বন্ধ করতে চলেছে বিএসএনএল। সরকারি টেলিকম সংস্থা BSNL-এর এমনই একটি প্রিপেড প্ল্যান ২,৩৯৯ টাকার, এই প্ল্যানে ৪২৫ দিনের জন্য প্রতিদিন ১০০টি SMS, যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ৩ GB হাই-স্পিড ডেটা দেওয়া হয়। আগামী ৩১ ডিসেম্বর প্ল্যানের অপশনে বদল আনছে বিএসএনএল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us