আবর্জনা থেকে তৈরি হচ্ছে চেয়ার-টেবিল

author-image
Harmeet
New Update
আবর্জনা থেকে তৈরি হচ্ছে চেয়ার-টেবিল

নিজস্ব সংবাদদাতাঃ  একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করে অত্যাধুনিক প্রক্রিয়ার এবং মাধ্যমে আবর্জনা গুলিকে গুঁড়ো গুঁড়ো করে ফেলা হচ্ছে। তবে সব আবর্জনার একইরকম গুঁড়ো হচ্ছে না। তারও প্রকারভেদ রয়েছে। কলকাতা পুরসভার জঞ্জাল ব্যবস্থাপনা বিভাগ সূত্রে খবর, “বায়ো মাইনিং ” পদ্ধতিতে যাবতীয় আবর্জনা বিভিন্ন প্রকার ভেদে গুঁড়ো করে সেগুলো বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে। আবর্জনা গুলোকে গুঁড়ো করার পর যেটুকু আবর্জনা বাড়তি হিসেবে বেঁচে যাচ্ছে সেগুলি অন্যত্র ব্যবহারের জন্য নিয়ে চলে যাওয়া হচ্ছে।

পুরসভা সূত্রে খবর, এখনও পর্যন্ত আড়াই হেক্টর জমি খালি করা গিয়েছে। প্রায় দেড় লক্ষ মেট্রিকটন আবর্জনা ইতিমধ্যে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে গুঁড়ো গুঁড়ো করে সংশ্লিষ্ট জায়গাগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও নিউটাউন পাথরঘাটাতে আরো একটি জায়গাতে যাবতীয় নির্মাণশিল্পের আবর্জনা যাতে এভাবে প্রক্রিয়াকরণ করা যায় তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। আবর্জনা থেকে মেশিনের সাহায্যে সবথেকে ছোট ছোট যে টুকরোগুলি বেরোচ্ছে সেগুলো চলে যাচ্ছে জৈব সার তৈরিতে। ২০ এম এম, ৪ এম এম, ৭৫ এম এম আকারের টুকরো করা হচ্ছে আবর্জনা। আবর্জনা থেকে নির্গত প্লাস্টিক দিয়ে অত্যাধুনিক মেশিনের সাহায্যে টেবিল-চেয়ার বা দরজা জানালার কভার তৈরি করা হচ্ছে। পুরসভার জঞ্জাল ব্যবস্থাপনা বিভাগের কর্তাদের কথায়, আধুনিক পরিকাঠামো গড়লেও, কর্মীর অভাব ভোগাচ্ছে পুরসভাকে।