রাষ্ট্রীয় সম্মানে শেষকৃত্য সম্পন্ন বরুণ সিংয়ের

author-image
Harmeet
New Update
রাষ্ট্রীয় সম্মানে শেষকৃত্য সম্পন্ন বরুণ সিংয়ের

নিজস্ব সংবাদদাতাঃ এক সপ্তাহের লড়াইয়েরই ইতি পড়েছে বুধবার। তামিলনাড়ুর হেলিকপ্টার দুর্ঘটনায় একমাত্র রক্ষা পেয়েছিলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। তবে এক সপ্তাহ লড়াই চলার পর গত ১৫ ডিসেম্বর বেঙ্গালুরুর কম্যান্ড হাসপাতালে মৃত্যু হয় তাঁর। শুক্রবার রাষ্ট্রীয় সম্মানে শেষকৃ্ত্য সম্পন্ন করা হয় বরুণ সিংয়ের।আহত অবস্থায় বরুণ সিংকে প্রথমে ওয়েলিংটনের সেনা হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সেখান থেকেই মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছিল যে, গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের দেহের প্রায় ৪৫ শতাংশ পুড়ে গিয়েছে। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। দুদিন পরে বায়ুসেনার তরফে বরুণ সিংকে ওয়েলিংটন থেকে স্থানান্তরিত করে আনা হয় বেঙ্গালুরুর কম্যান্ড হাসপাতালে। সেখানেই শেষের কয়েকদিন আপ্রাণ লড়াই চালালেও বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।