/anm-bengali/media/post_banners/GzUbLInbkDW7kFYWONW6.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে গত বছর থেকেই গঙ্গাসাগরে স্নানের ক্ষেত্রে এক বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। এবার থাকছে আরও চমক। ই-স্নান নয়, এবারে ড্রোনের মাধ্যমেই হবে স্নান। অর্থাৎ ড্রোনের মাধ্যমে পুণ্যার্থীদের ওপর গঙ্গাজল ছিটাবে প্রশাসন। কোভিড পরিস্থিতিতে সমুদ্রের জলে নেমে ডুব দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত। জেলা প্রশাসন ও তীর্থ যাত্রীদের যতটা সম্ভব জলে না নামার জন্য প্রচার চালিয়েছিল। পরিবর্তে করোনা সংক্রমণ এড়াতে বেশ কিছু বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছিল। যেমন ই স্নান, সমুদ্রের জল পাইপ লাইনের মাধ্যমে নিয়ে গিয়ে অস্থায়ী বাথরূম তৈরি করে স্নানের ব্যবস্থা করা হয়েছিল। গতবারে ই-স্নান ঘিরে পুর্ণার্থীদের আকর্ষণ তুঙ্গে উঠেছিল। এবার আরও এক ধাপ এগিয়ে জেলা প্রশাসন পরিকল্পনা করছে স্নানের পরিবর্তে ড্রোনের মাধ্যমে আকাশ পথে জল ছিটিয়ে তীর্থ যাত্রীদের ‘শুদ্ধিকরণ’ করবার ব্যবস্থা করা হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us