নর্থইস্ট-কে পাখির চোখ করলো ইস্টবেঙ্গল

author-image
Harmeet
New Update
নর্থইস্ট-কে পাখির চোখ করলো ইস্টবেঙ্গল



নিজস্ব সংবাদদাতাঃ আইএসএল-এর যাত্রায় ছয়টা ম্যাচ খেলে ফেলল ইস্টবেঙ্গল। কিন্তু একটা ম্যাচেও জয়ের মুখ দেখেনি লাল-হলুদ বাহিনী। লিগ তালিকার একেবারে নীচে অবস্থান করছে ইস্টবেঙ্গল। আর তার ঠিক উপরেই আছে নর্থইস্ট। তাই পয়েন্ট টেবিলের উপরে ওঠার জন্য নর্থইস্ট-কে হারাতে মরিয়া ইস্টবেঙ্গল।