/anm-bengali/media/post_banners/TCL3vPRX7ALT5ImVV9id.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের শিরোনামে উত্তরপ্রদেশ। জানা গিয়েছে, উত্তর প্রদেশের ফিরোজাবাদের টুন্ডলায় গত ১১ ডিসেম্বর মুখ্যমন্ত্রী প্রকল্পের অধীনে পরিচালিত গণবিবাহ অনুষ্ঠান হয়। আর সেই বিবাহ অনুষ্ঠানের ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়ার পর, গ্রামবাসী একজন নবদম্পতিকে ভাইবোন হিসেবে শনাক্ত করে। ঘটনাকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এবং প্রধান দম্পতিদের মধ্যে একজনকে শনাক্ত করে, যারা বিয়ে করেছিল, অভিযুক্ত ভাই ও বোন হিসাবে।
অভিযোগ, গণবিবাহের পরিকল্পনার আওতায় বাঁধা দম্পতিদের দেওয়া নগদ অর্থের জন্য লোকটি তার বোনকে বিয়ে করেছিল। গত শনিবার টুন্ডলা ব্লক উন্নয়ন অফিস প্রাঙ্গণে আয়োজিত গণবিবাহ কর্মসূচির আওতায় এক অনুষ্ঠানের সময় এই ঘটনা ঘটে। তাঁদের ছাড়াও আরও ৫১ জন দম্পতির এখানে বিয়ে হয়। টুন্ডলা ব্লক ডেভেলপমেন্ট-এর অফিসার নরেশ কুমার জানান, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। যদিও এই ঘটনা প্রথম নয়। এর আগেও গণবিবাহের আড়ালে টাকার বদলে বিয়ের ঘটনা ঘটেছে। ২০১৮ সালের নভেম্বর মাসে এই পরিকল্পনার অধীনে, একজন মহিলা পুনরায় বিয়ে করেন। এটি উত্তর প্রদেশের উন্নাও জেলায় ঘটেছিল। একই বছরের ফেব্রুয়ারিতে মহিলাটি বিয়ে করেছিলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us