New Update
/anm-bengali/media/post_banners/hCG84R22ALiDyYDazcuz.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ব্যাপক নিয়োগ হতে চলেছে পুলিশ বিভাগে। পুলিশে কাজ করবেন বলে যারা ঠিক করে রেখেছেন তাঁদের জন্য অবশ্যই বড় খবর। আর সেদিকে তাকিয়ে রাজ্যস্তরের পুলিশ নিয়োগ বোর্ড নব নির্মিত অসম কমান্ডো ব্যাটালিয়নের জন্য কনস্টেবল পদে নিয়োগ করতে চলেছে। এই পদের জন্যে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। এর জন্য Assam Police-এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। ওয়েবসাইটটি হল- slprbassam.in।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us