New Update
/anm-bengali/media/post_banners/Agj8Im6Ech5do7agUvoG.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ব্যাপক নিয়োগ হতে চলেছে ভারত সঞ্চার নিগম লিমিটেডে (BSNL)। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ ছিল সমস্ত নিয়োগ। কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আর তা হতেই ফের একবার তৈরি হচ্ছে চাকরির বাজার। সেই মতো BSNL apprenticeship (ট্রেনিং) পদের জন্যে কর্মী নিয়োগ করতে চলেছে। ইতিমধ্যে এই সংক্রান্ত বিজ্ঞাপন দেওয়া হয়েছে। প্রকাশ হয়েছে বিজ্ঞপ্তিও। তবে এই নিয়োগ Apprentice Act 1961 অনুযায়ী এক বছরের জন্য হবে। বিএসএনএল মহারাষ্ট্র টেলিকম সার্কেলের জন্যে নিয়োগ করবে। apprenticeship (ট্রেনিং) পদের জন্য এই নিয়োগ শুরু হয়ে গিয়েছে। তবে মাথায় রাখতে হবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ ২৯ ডিসেম্বর ২০২১। ফলে আবেদনকারী দেরি না করে এখনই আবেদন জানান। তবে আবেদনের আগে অবশ্যই ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে নিন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us