New Update
/anm-bengali/media/post_banners/WJTILk6TnqQdySkaf6LX.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা পুরভোটের মুখে রাজ্যে খোঁজ পাওয়া গিয়েছে প্রথম ওমিক্রন আক্রান্তের। তারপরই এই নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে আতঙ্কে ব্রিটেনসহ ইউরোপের একাংশে লকডাউন ঘোষণার তোড়জোড় চলছে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘ওমিক্রন মারাত্মক কিছু নয়।’ এদিন মমতাকে বলতে শোনা যায়, ‘ওমিক্রন মারাত্মক কিছু নয়। শুধু তাড়াতাড়ি ছড়ায়। ছোঁয়াচে হলেও মৃত্যুর ভয় কম। আজই একজনের দেহে সংক্রমণের খোঁজ পাওয়া গিয়েছে।’ সঙ্গে সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা দেন মমতা। তিনি বলেন, ‘বাইরে থেকে এসে মেলামেশা করতে বারণ করলেও অনেকেই শুনছেন না। বাড়ির লোকজনের সঙ্গে বাইরে ঘুরে বেড়াচ্ছে।’ সঙ্গে মুখ্যমন্ত্রী প্রত্যয় দেখিয়ে বলেন, ‘করোনা আমরা ভালোভাবে সামলেছি। এটাও সামলে নেব।’
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us