New Update
/anm-bengali/media/post_banners/uOmTWdwzXIm8k7iQlryq.jpg)
নিজস্ব প্রতিনিধি, হলদিয়াঃ পরিত্যক্ত নয়াচর দ্বীপটি এখন রাজ্যের কাছে পাখির চোখ। নয়াচরে হতে চলেছে ফিশিং হাব। পড়ে থাকা দ্বীপের সড়ক ব্যবস্থা বিদ্যুৎ ব্যবস্থা খতিয়ে দেখছেন আধিকারিকরা। নয়াচর দ্বীপের পর্যবেক্ষণে আসছেন সরকারি আধিকারিকের ৩০ জনের প্রতিনিধি দল। প্রথমত হলদিয়ার সতীশ সামন্ত ট্রেড সেন্টারে প্রশাসনিক বৈঠক করেন তাঁরা। জানা যায় নয়াচরে দুইদিন ধরে তাঁরা অবস্থান করবেন এবং বিভিন্ন বিষয় খতিয়ে দেখবেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us