বিয়ের পরে অন্য পুরুষ কিংবা মহিলার সঙ্গে সেক্স!

author-image
Harmeet
New Update
বিয়ের পরে অন্য পুরুষ কিংবা মহিলার সঙ্গে সেক্স!

নিজস্ব সংবাদদাতাঃ বিয়ের পরে অন্য পুরুষ কিংবা মহিলার সঙ্গে সেক্স, খোলাখুলিভাবে এই সম্পর্ক এখনও কতজন মেনে নিতে পারে? কিন্তু একঘেঁয়ে জীবন কাটাতে এটা কি সঠিক পথ নয়? দি স্বামী, স্ত্রী দু'জনই বিয়ের অনেক বছর পর এক ঘেঁয়েমি কাটাতে অন্য পুরুষ কিংবা মহিলার সঙ্গে সেক্স করে, তাতে কি কোনও সমস্যা হবে? অনেকেই মনে করেন, এতে সম্পর্কে চিড় ধরে না। দীর্ঘদিন দম্পতির সম্পর্ককে টিকিয়ে রাখে। সম্পর্কে পার্টনারের একে অপরের প্রতি বিশ্বাস, বন্ধুত্ব, ভালোবাসা থাকলে তবেই সুইং করা যেতে পারে। তবে এক্ষেত্রে দম্পতিকে নিজেদের মধ্যে খোলাখুলি আলোচনা করতে হবে।দম্পতিরা এ সমস্ত বিষয়ে যতটা সৎ থাকবে এবং নির্দ্বিধায় আলোচনা করতে পারবে সম্পর্ক ততই মধুর হবে। আপনার পার্টনার কী চায়। কী মনে কছেন খোলা মনে জিজ্ঞেস করে নিন।স্ত্রীকে বোঝাতে হবে এটি আপনার ফ্যান্টাসি। এটি যদি স্ত্রীকে বোঝাতে পারেন এবং আপনার স্ত্রী তাতে সম্মত হয়, করতেই পারেন।যৌন মিলনের বিষয়টি খুবই সংবেদনশীল। তাই এসব বিষয়ে তাঁকে ঠকাবেন না। আলোচনার মধ্যে দিয়ে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলুন। চটজলদি কোনও সিদ্ধান্তে না এসে, ভেবে নিন কী চান।