/anm-bengali/media/post_banners/4GjqKWe2aPUJERzV26yW.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আগামী কাল অর্থাৎ বুধবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রাক বাজেট বৈঠকের ধারাবাহিকতা শুরু করতে চলেছেন। অর্থমন্ত্রকের তরফে টুইট করে জানানো হয়েছে, ‘অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাধারণ বাজেট ২০২২-২৩-কে মাথায় রেখে আগামী কাল ১৫ ডিসেম্বর ২০২১ -এ নতুন দিল্লিতে বিভিন্ন স্টেক হোল্ডার গোষ্ঠীর সঙ্গে প্রাক বাজেট আলোচনা করবেন। এই বৈঠক ডিজিটাল উপায়ে হবে।’ সম্ভবনা রয়েছে আগামী পয়লা ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ হওয়ার। অন্য একটি টুইটে অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘অর্থমন্ত্রী, কৃষি আর কৃষি প্রক্রিয়াকরণ শিল্পের বিশেষজ্ঞদের সঙ্গে আগামী কাল দুপরে নিজের প্রথম প্রাক বাজেট বৈঠক করবেন।’ আগামী বছরের বাজেট চাহিদা বাড়াতে, কর্মসংস্থান সৃষ্টি আর অর্থনীতির বৃদ্ধি দরকে আট শতাংশ বৃদ্ধির রাস্তায় নিয়ে যাওয়ার উপায়ের মতো বিষয় নিয়ে আলোচনা হওয়ার আশা রয়েছে।​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us