কথা দিয়ে কথা রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়; শুভেন্দু অধিকারী

author-image
Harmeet
New Update
কথা দিয়ে কথা রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়; শুভেন্দু অধিকারী

নিজস্ব সংবাদদাতাঃ ধরনা মঞ্চ থেকে সরাসরি নবান্ন অভিযানের ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের অধুনা বিজেপি বিধায়ক এদিন বলেন, “দু’দিন ধরে পায়ে হেঁটে মুড়ি খেয়ে সিঙ্গুর থেকে নবান্নের পথে যান কৃষকরা। ওই ১৪ তলাকে নড়াতে হবে। না নড়ালে আমার অন্নদাতা কৃষকরা বাঁচবে না।” ধরনা মঞ্চ থেকে শুভেন্দু বিজেপির রাজ্য সভাপতির উদ্দেশে বলেন, “আপনার কাছে অনুরোধ করব, সব বাধা কাটিয়ে নবান্ন অভিযান করতে। সিঙ্গুর থেকে নবান্ন অভিযান হোক। আমরা জানি সাঁতরাগাছিতে আটকাবে। কিন্তু আমরা থামব না। কৃষকরা কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত।” তিনি আরও বলেন, “কৃষকদের অধিকারের দাবি তুলে ক্ষমতায় এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, সেই দাবি তিনি রাখেননি। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করেও তিনি যে কথা রাখবেন না তা আগেই বোঝা গিয়েছিল। ক্ষমতায় আসার পর নবান্নে একটিও টাস্ক ফোর্সের সঙ্গে মিটিং করেনি মুখ্যমন্ত্রী। ফলে, কৃষি দফতরও কাজ করতে পারেনি। সারের কালোবাজারি রোখা যায়নি। নিম্নমানের বীজ, সারের চড়া দামে কৃষকদের অবস্থা শোচনীয়।”মঙ্গলবার, দেখা গেল চাষিরাও সামিল হয়েছেন বিক্ষোভে। সঙ্গে পচা ধানের আঁটি। কেন পচা ধান নিয়ে এমন বিক্ষোভ? প্রশ্ন করতেই ফুঁসে উঠলেন এক কৃষক। বললেন, “আন্দোলন করে, প্রতিবাদ করে সরকার তো গদি পেয়েছে, আমরা কী পেলাম? কিছুই পাইনি। সামান্য ক্ষতিপূরণটাও জুটছে না!” তিনি আরও বলেন, “আমার ৯ বিঘা ধানজমি শেষ হয়ে গিয়েছে দুর্যোগে। তারমধ্যে বীজের দাম, সারের দাম, পাল্লা দিয়ে কেবলই বাড়ছে। আমরা কোথায় যাব! নবান্নে তো ঢুকতে দেবে না। তাই এখানেই বিক্ষোভ করছি। এছাড়া আর কোনও উপায় দেখছি না। এরপর আমরা না খেয়ে মরব।”