কলকাতায় মহিলাদের নিরাপত্তায় চালু হল 'হটলাইন কিয়স্ক'

author-image
Harmeet
New Update
কলকাতায় মহিলাদের নিরাপত্তায় চালু হল 'হটলাইন কিয়স্ক'


নিজস্ব সংবাদদাতাঃ মহিলাদের নিরাপত্তায় এবার 'হটলাইন কিয়স্ক' চালু হল কলকাতায়। সম্প্রতি শহরে এক মহিলার শ্লীলতাহানির ঘটনা থেকেই যেন শিক্ষা নিল কলকাতা পুলিশ। সেখান থেকেই কলকাতা পুলিশের অভিনব উদ্যোগ ‘হটলাইন কিয়স্ক’। রাতদুপুরে কোনওরকম বিপদে পড়লে, কোনও অনভিপ্রেত ঘটনা ঘটলে সাহায্য করবে কলকাতা পুলিশের এই 'হটলাইন কিয়স্ক'। যে উদ্যোগ ভারতে এই প্রথম বলে দাবি করা হচ্ছে।