বিজেপি পার্টি অফিসের সামনে দুয়ারে রেশন!

author-image
Harmeet
New Update
বিজেপি পার্টি অফিসের সামনে  দুয়ারে রেশন!

দিগ্বিজয় মাহালী, ডেবরা : বিজেপি পার্টি অফিসের সামনেই কেন দুয়ারে রেশন প্রকল্পে রেশন দেওয়া হবে, তা নিয়ে সরব হোল গ্রামবাসীরা। অবশেষে চাপে পড়ে ক্যাম্প বন্ধ করে অন্যত্র সরিয়ে নিয়ে গেল রেশন ডিলার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের শালকুঠি এলাকায়, যেখানে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার পার্টি অফিস। সেই অফিসের নীচেই বিজেপির পতাকা লাগানো বাঁশে দুয়ারে সরকারের ক্যাম্পের ব্যানার লাগানো কেন? পাশাপাশি যেই বিল্ডিং এ বিজেপির পার্টি অফিস সেখান থেকেই রেশন দেওয়া হবে কেন?তা নিয়েই ক্ষুব্ধ হন রেশন নিতে আসা গ্রামবাসীরা। এমনকি তারা রেশনও নেয়নি।পরে এলাকাবাসীর চাপে ক্যাম্প বন্ধ করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।