New Update
/anm-bengali/media/post_banners/LFOUogrMBD0j7HJL30gj.jpg)
হরি ঘোষ, দুর্গাপুর : গাঁজা কেসে দুর্গাপুর থানা এলাকার আমরাই এলাকা থেকে গ্রেফতার দুই দুস্কৃতি। প্রায় ২৪ কেজি ৫০০ গাঁজা উদ্ধার করল দুর্গাপুর থানার পুলিশ। অভিযুক্তদের আসানসোল জেলা আদালতে পাঠানো হয় মঙ্গলবার। অভিযুক্ত দুই দুস্কৃতীর নাম শেখ সাইফুল এবং শেখ নবীন। কিছুদিন আগেও গ্রেফতার হয়েছিল গাঁজা পাচারের অভিযোগে। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাত্রে আমরাই এলাকা থেকে দুজনকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ। অভিযুক্তদের পুলিশি হেফাজত চেয়ে আসানসোল জেলা আদালতে পাঠানো হয়।​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us