নিজস্ব সংবাদদাতাঃ সোমবার, কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্সের সভাপতি ফারুখ আবদুল্লাহ, শ্রীনগরে জঙ্গি হানায় নিহত দুই পুলিশ কর্মীর মৃত্যু প্রসঙ্গে সরকারকে পাকিস্তানের সঙ্গে ওই এলাকায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কথা বলার আবেদন জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের উচিৎ নিজেদের অহংকার পরিত্যাগ করে কথা বলার রাস্তা তৈরি করা। কেন্দ্রীয় সরকারে উদ্দেশে তাঁর বার্তা, উপত্যকায় শান্তির পরিবেশে ফিরিয়ে আনতে হলে সরকারকে জম্মু কাশ্মীরের অধিবাসীদের মন জয় করতে হবে।