নিজস্ব সংবাদদাতাঃ এবারে লখিমপুর নিয়ে নয়া তথ্য সামনে এল। লখিমপুর খেরিতে কৃষক-মৃত্যুর ঘটনা পূর্বপরিকল্পিত। বলল, যোগীরাজ্যের বিশেষ তদন্তকারী দল (সিট)। সূত্রের খবর অনুযায়ী, ওই ঘটনার তদন্তকারী অফিসার বিদ্যারাম দিবাকর তাঁর রিপোর্টে বলেছেন, এটা কোনও দুর্ঘটনা নয়। এই ঘটনা পূর্বপরিকল্পিত।