হাওড়ার রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন

author-image
Harmeet
New Update
হাওড়ার রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়ার ৬ নম্বর জাতীয় সড়কের পাশে বিধ্বংসী অগ্নিকাণ্ড। সন্ধ্যায় লাগা আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল একটি রাসায়নিক কারখানা। স্থানীয়দের অভিযোগ, দেরিতে এসেছে দমকল। তাই আগুন ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় রাসায়নিক কারখানাটিতে প্রথম আগুন দেখা যায়। কারখানাটিতে মোমের সামগ্রী তৈরি হতো বলে জানা গিয়েছে। দমকল আসতে দেরি করায় প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় যুবকরাই। কিন্তু আগুন ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। এরপর ঘটনাস্থলে একে একে পৌঁছায় দমকলের ৫টি ইঞ্জিন। ততক্ষণে সম্পূর্ণ আগুনের গ্রাসে কারখানা। জাতীয় সড়কের পাশে ওই জায়গায় রয়েছে একটি বৈদ্যুতিন সাব স্টেশন। অগ্নিকাণ্ডের জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা এলাকা।