New Update
/anm-bengali/media/post_banners/ZWlVhlKeqF4710VIHVKj.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল আপ সোনারপুর-ক্যানিং লোকাল। শিয়ালদা-ক্যানিং শাখার বিদ্যাধরপুর স্টেশনের কাছে রেললাইনে ফাটল। বড়সড় বিপদ ঘটতে চলেছে আঁচ করেই, স্থানীয়রা লাইনে উপর দাঁড়িয়ে হাত নাড়াতে শুরু করেন।। একঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ।এরপর রেল দফতরের ইঞ্জিনিয়ারদের খবর দেওয়া হয় । শুরু হয় লাইন মেরামতির কাজ। মেরামতির পর, স্বাভাবিক ট্রেন পরিষেবা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us