দিগবিজয় মাহালি,মেদিনীপুরঃ স্ত্রীর হাতে খুন স্বামী। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার ক্ষীরপাই পৌর এলাকায়। জানা যায় রবিবার রাতে ক্ষীরপাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বামারিয়া এলাকায় গৃহবধূ রুপালি ঘোষ স্থানীয়দের চিৎকার করে ডাকেন যে বাথরুমে যাওয়ার সময় তার স্বামীর হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছে। সাথে সাথেই খবর পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। স্থানীয়রা পৌঁছে দেখেন তপন ঘোষ মৃত অবস্থায় পড়ে রয়েছে বাথরুমে। রুপালির কথামতো স্থানীয়রা মৃতদেহ সৎকার করার আয়োজন করেন এবং আত্মীয়দেরও খবর দেওয়া হয়। স্ত্রীর কথামতো দেহ সৎকারের সমস্ত আয়োজনও হয়ে যায়। এরপর দেহ সৎকার করতে যাওয়ার সময় মৃতদেহের গলায় দড়ির ক্ষত চিহ্ন দেখে সন্দেহ হলে, পুলিশে খবর দেয় মৃতের পরিবারের লোকজন। বাড়িতে নাবালক এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে সংসার মৃত পেশায় চাষী তপন ঘোষের। পরিবারের সদস্যদের দাবি তপনের স্ত্রী রুপালীর বিবাহবহির্ভূত একাধিক সম্পর্ক ছিল। তার জেরেই খুন বলে পরিবারের দাবী। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে আসে। বাড়িতে আটক করা হয় রুপালি ঘোষকে। পুলিশের প্রাথমিক অনুমান শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত সত্য সামনে আসবে বলে দাবি পুলিশের।