নিজস্ব সংবাদদাতাঃ এবারে খোদ কলকাতার বুকে পলিশকর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠল। পুলিশকর্মীর বাইকেই আসানসোলের মহিলার শ্লীলতাহানির অভিযোগ। সূত্রের খবর, করুণাময়ী থেকে উল্টোডাঙা যাওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন এক মহিলা। সেই সময় বাইক নিয়ে যাচ্ছিলেন এক পুলিশকর্মী। লিফট চান ওই মহিলা। লিফট দেওয়ার নামে ওই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ এএসআই সন্দীপ কুমার পাল-এর বিরুদ্ধে। এর পরই গ্রেফতার করা হয় ট্রাফিক বিভাগের এএসআই সন্দীপ কুমার পালকে। এই ঘটনায় এএসআই সহ ধৃত এক সিভিক ভলান্টিয়ারও। নাম অভিষেক মালাকার। সাসপেন্ড করা হল সন্দীপ কুমার পালকে। পাশাপাশি কাজ থেকে সরানো হল ওই সিভিক ভলান্টিয়ারকে।