নাবালিকার বিয়ে বন্ধ করলো প্রশাসন

author-image
Harmeet
New Update
নাবালিকার বিয়ে বন্ধ করলো প্রশাসন

দিগবিজয় মাহালী,পশ্চিম মেদিনীপুরঃ রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ ব্লকের বান্দিপুর ১ গ্রাম পঞ্চায়েতের ঝাঁকরাতে এক নাবালিকা মেয়ের বিয়ে বন্ধ করল চন্দ্রকোনা ২ ব্লক প্রশাসন ও চন্দ্রকোনা থানার পুলিশ। জানাযায়, ঝাঁকরার বাসিন্দা নজরুল বায়েনের নাবালিকা মেয়ের বিয়ের আয়োজন হয় তার বাড়িতেই। পাত্রপক্ষ হাজির হওয়ার আগেই গোপন সূত্রে খবর পেয়ে চন্দ্রকোনা ২ ব্লক প্রশাসন ও চন্দ্রকোনা থানার পুলিশ হাজির হয় নজরুল বায়েনের বাড়িতে। পরিবারের লোকজনের দাবি এদিন বিয়ের আয়োজন ছিলনা শুধুমাত্র সম্বন্ধ বা মেয়ে দেখার অনুষ্ঠান ছিল। সম্বন্ধ ঠিক হলে তারপরই বিয়ের দিন ঠিক হওয়ার কথা ছিল। কিন্তু বাড়িতে রান্নাবান্না থেকে খাওয়াদাওয়ারও আয়োজন করা হয়েছিল মেয়ের বাড়ির তরফে। প্রশাসনের আধিকারিকরা বাড়িতে পৌঁছে পরিবারের লোকজনের সাথে কথা বলে বিয়ে বা এখন কোনও রকমের অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত থাকার নির্দেশ দেন। এমনকি ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কোনও ভাবেই মেয়ের বিয়ে দেওয়া হবেনা এমনই মুচলেকাও নেওয়া হয় নাবালিকার বাবা নজরুল বায়েনের কাছ থেকে। জানাযায়,নজরুল বায়েনের নাবালিকা মেয়ের বয়স মাধ্যমিকের এডমিট কার্ড অনুযায়ী বর্তমানে ১৭ বছর ৪ মাস ২৫ দিন। একাদশ শ্রেণীর ছাত্রী, জেলার ডেবরার এক স্কুলে পড়াশোনা করে। নাবালিকার বাবা ও পরিবার প্রশাসনের নির্দেশ মেনে ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেনা বলেই জানিয়েছেন। এবিষয়ে চন্দ্রকোনা ২ ব্লকের বিডিও অমিত ঘোষ জানান, "নাবালিকা বিয়ে বন্ধ ব্লকে একাধিক সচেতনতামূলক কর্মসূচী নেওয়া হয়েছে। সরকারি অনেক সুযোগ সুবিধা মিলছে ছাত্রছাত্রীদের, এরকম ঘটনা বরদাস্ত করা হবেনা। ১৮ বছর না হওয়া পর্যন্ত ওই পরিবারের লোক যদি পুনরায় এই ঘটনা ঘটায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"