নিজস্ব সংবাদদাতাঃ আবারও মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল পাকিস্তান। কখনও কখনও হত্যাকাণ্ডের নৃশংসতা দেখে শিউরে উঠতে হয়। এমনই এক নির্মম নরহত্যার ছবি সামনে এসেছে পাকিস্তানে। সূত্রের খবর, সম্প্রতি করাচির এক ফ্ল্যাটের বাইরে ৭০ বছর বয়সী এক প্রৌঢ়-এর দেহের বিভিন্ন অংশ টুকরো আকারে পাওয়া গিয়েছে। ওই ফ্ল্যাটে গভীর ঘুমে আচ্ছন্ন এক মহিলাকে এই ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ।