নিজস্ব সংবাদদাতাঃ মাথায় উপর থেকে উড়ে গিয়েছে ছাদ, তালগোল পাকিয়ে রয়েছে যাবতীয় সামগ্রী। ভেঙে পড়া বাড়িঘরের নীচ থেকেই শোনা যাচ্ছে আর্তনাদ। প্রায় এক ডজন টর্নেডো-এ রাতারাতি ধ্বংস হয়ে গিয়েছে আমেরিকার একের পর এক শহর, রাজ্য। দিনের আলো ফুটতেই শুরু করা হয়েছে উদ্ধারকার্য। প্রেসিডেন্ট জো বাইডেন-ও এই টর্নেডোকে ইতিহাসের অন্যতম বড় টর্নেডো বলে অ্যাখা দেন।