নিজস্ব সংবাদদাতাঃ ওমিক্রন নিয়ে আতঙ্কের মধ্যেই ভাল খবর শোনাল 'ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের' ডিব্রুগড় শাখা। এবারে মাত্র দুই ঘণ্টায় মধ্যেই শরীরে এই ভাইরাসের অস্তিত্ব আছে কি না তা জানিয়ে দেবে তাঁদের তৈরি কিট। এই কিট তৈরির খবর এমন একটা সময়ে সামনে এল, যখন দেশের বিভিন্ন রাজ্যে ওমিক্রন নিয়ে চিন্তার ভাঁজ বাড়াচ্ছে। এই মুহূর্তে দেশে ৩৩ জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। কাজেই নতুন ভ্যারিয়েন্ট শরীরে দানা বেঁধেছে কি না জানার জন্য এই কিট খুবই ভাল কাজে দেবে বলে আশা করছেন অনেকেই।