নিজস্ব সংবাদদাতাঃ কখনও বাড়ছে আবার কখনও কমেছে। করোনা থেকে কিছুতেই মুক্তি পাওয়া যাচ্ছে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৭৪ জন। একদিনে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯৯৬। গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন ৩০৬ জন। পাশাপাশি একদিনে দেশে ৮ হাজার ৪৬৪ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।